পটুয়াখালীর দুমকিতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পীরতলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাহ মোঃ সোয়াইব মিয়া এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুমকি থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে দুমকি উপজেলার পীরতলা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ৩ মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে সঠিক মূল্য লেখা না থকা, বিদেশী পণ্যের আদলে দেশীয় নকল পণ্য বিক্রি করার অপরাধে
মেসার্স নিউ বনিক স্টোরের মালিক শ্যামল বণিককে ২৫০০টাকা, আরাফাত কসমেটিকস এন্ড গিফট কর্নারেরর মালিক মোঃ আমিনুল ইসলাম শাহীনকে ২৫০০ টাকা, মেসার্স বনিক স্টোরের মালিক গোবিন্দ বণিককে ২৫০০ টাকা ও ভদ্র চন্দ্র স্টোরের মালিক সঙ্কর দাসকে ১৫০০টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়া পীরতলা বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতিতে ব্যবসায়ীদের সংক্ষিপ্ত পরিসরে সার্বিক নির্দেশনা দেন।