বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপার ৬ মাসের কারাদণ্ড

মোঃ তাহেরুল ইসলাম,নীলফামারীঃ
- আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে ২৪টি মাদক মামলার আসামি রুপার ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৬ জানুয়ারী) বিকালে ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে ডোমারের মাদক সম্রাজ্ঞীখ্যাত সাহিদা বেগম রুপাকে(৩৯) মাদকসহ নিজবাড়ী কাজীপাড়ায় আটক করা হয়।ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমান আদালত বসিয়ে রুপাকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে।এ অভিযান অব্যাহত থাকবে।