সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মসজিদের মতো মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সারিয়াকান্দি পৌর বাজারে প্রধান সড়কে বে-আইনি ভাবে মাংস বিক্রয়ের অভিযোগ সারিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে দোয়া মাহফিল সারিয়াকান্দিতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা লড়তে হবে সবাই মিলে বিএনপি পর্তুগাল শাখার অধীনস্থ বেজা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাজিপুরে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বন্যার্ত মানুষের পাশে নালিতাবাড়ীর সামাজিক সংগঠন একটি স্বপ্ন-সোপান সাত মাসেই পাঁচশ কোটি টাকার মালিক এমপি কালাম বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা মোঃ ফয়সাল হোসেন (তানজিদ) শুভেচ্ছা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সুন্দরগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বিতরণের সরকারি বই বিক্রির অভিযোগে অফিসের অফিস সহায়কসহ তিন জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

জানা গেছে,রোববার মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ বই বিতরণের গোডাউন সুন্দরগঞ্জ ডিড রাইটার (ডি ডাব্লিউ) সরকারি কলেজের হলরুম হতে ২০২৩ শিক্ষা বর্ষের ষষ্ঠ শ্রেণি ৩০০,সপ্তম শ্রেণির ৭ হাজার ৮০০, অষ্টম শ্রেণির ২ হাজার ৬০০ এবং নবম শ্রেণির ৮০০ নতুন বই বিক্রি করে।

বইগুলো হলুদ কালারের একটি পিকআপে করে ঢাকা নেয়ার পথে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক শ্যামল মিয়া ও হেলপার রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় আটক করে।

পরে তাদের দেয়া তথ্য মোতাবেক বইগুলো সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদের নিকট হতে সংগ্রহ করেছে বলে জানায়।

মাজেদ সুন্দরগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। এরপর সুন্দরগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করালে রোববার রাতে মাজেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাবাদে মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে। রাতেই থানা পুলিশ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, ডি ডাব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একে এম এ হাবীব সরকারকে সাথে নিয়ে বইয়ের গোডাউন তল্লাশি করে।

তল্লাশির এক পর্যায় দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের পর অবশিষ্ট ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ১১ হাজার ৫০০ নতুন বই গোডাউনে নেই চুরি হয়েছে।

এনিয়ে গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে থানায় মামলা করেন।জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান,দীর্ঘদিন হতে অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ গোডাউন হতে বই বিতরণ করে আসছেন।সে মোতাবেক তার নিকট গোডাউনের চাবি থাকে।রোববার নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিয়ে তিনি ব্যস্ত থাকার কারণে গোডাউনের খোঁজ খবর রাখতে পারেননি।তিনি সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশের নিকট জানতে পেয়েছেন। ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ১১ হাজার ৫০০ নতুন বই চুরির বিষয়টি স্বীকার করেছেন তিনি।

থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,প্রাথমিক জিজ্ঞাাসাবাদে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন মামলা হওয়ার পর সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানা পুলিশকে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের নিকট জব্দকৃত বইসহ পিকআপ ও আটক চালক এবং হেলপারকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। আটককৃত অফিস সহায়ক, চালক ও হেলপারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি জানার পর অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে।তবে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com