সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ আদর্শ কিন্ডারগার্টেনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী (সোমবার) সকাল ৯.৩০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে কালিগঞ্জ আদর্শ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ হুসাইন আহমেদ গোলাম এর সভাপতিত্বে ও পরিচালক প্রধান শিক্ষক শেখ রেজওয়ান আহমেদ জীবন এর সঞ্চালনায় নবীনবরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আলহাজ্ব কাজী আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদ কর্মী ও তরুণ সমাজসেবক রেদওয়ান ফেরদৌস রনি।
এসময় স্কুলের সহকারী শিক্ষক রেহানা পারভীন, সহকারী শিক্ষক আমেনা খাতুন সুমি সহ অভিভাবক,সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্কুলের প্লে ও নার্সারি গ্রুপের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।