কালিগঞ্জ আদর্শ কিন্ডারগার্টেনে নবীনবরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ আদর্শ কিন্ডারগার্টেনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী (সোমবার) সকাল ৯.৩০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে কালিগঞ্জ আদর্শ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ হুসাইন আহমেদ গোলাম এর সভাপতিত্বে ও পরিচালক প্রধান শিক্ষক শেখ রেজওয়ান আহমেদ জীবন এর সঞ্চালনায় নবীনবরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আলহাজ্ব কাজী আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদ কর্মী ও তরুণ সমাজসেবক রেদওয়ান ফেরদৌস রনি।
এসময় স্কুলের সহকারী শিক্ষক রেহানা পারভীন, সহকারী শিক্ষক আমেনা খাতুন সুমি সহ অভিভাবক,সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্কুলের প্লে ও নার্সারি গ্রুপের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।