ফেনীর সোনাগাজী দক্ষিণ চরচান্দিয়া টিপু মিয়ার পুকুর পাড় টিপু সড়ক এর সামনে সোমবার (১৬ জানুয়ারি) বিকালে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সোনাগাজী দক্ষিণ চরচান্দিয়া টিপু মিয়ার পুকুর পাড় টিপু সড়ক এর সামনের রাস্তার উপর কয়কজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।এই সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এরপর আটককৃত আসামিদের কে তল্লাশি করে তাদের সাথে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভিতর পলিথিনের প্যাকেট স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ও একটি কাপড়ের বড় ব্যাগের মধ্যে পলিথিনের প্যাকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি গাঁজা সর্বমোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামি ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মাষ্টার পাড়া এলাকার মৃত. নুর মোহাম্মদের ছেলে মোঃ নুর করিম হৃদয় (৩৫) ও সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর মৃত. আবদুল কাদেরের ছেলে নুর মাইন উদ্দীন (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফের নেতৃত্বে এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সোনাগাজী সহকারী ভূমি কমিশনার এস.এম. অনিক চৌধুরী।পরে উপ-পরিচালক নিজে বাদি হয়ে ফেনী মডেল থানায় এই সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন।