বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম :
যুদ্ধে যাবি খোকা

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৮:৩২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

যুদ্ধে যাবি খোকা
গোলাপ মাহমুদ সৌরভ
যুদ্ধে যাবি খোকা তুই
আনবি ফিরে বিজয়,
অস্ত্র দিলাম হাতে তুলে
হবেই মোদের জয়।
ভয় করিসনে খোকা তুই
পাকবাহিনীর গুলি,
বিজয় নিশান আনবি ফিরে
আশীর্বাদের ধূলি।
দেশের জন্য মরতে পারি
মায়ের শিখা বুলি,
আমার দেশ করবো স্বাধীন
মুক্ত কণ্ঠে বলি।