ভূতের চোখ টেরা
গোলাপ মাহমুদ সৌরভ
ভরদুপুরে যাসনে খোকন
খেলার ছলে মাঠে,
হাওয়ায় মিশে থাকে সেথায়
ভূত পেত্নীরা হাঁটে।
একলা পেলে মটকে দেবে
দেখায় তারা ভয়,
পাড়ার কেউ যায়না সেথা
ময়মুরুব্বিরা কয়।
তিন রাস্তার মোড়ে বসে
আহার করে তারা,
মানব জাতির আবাস পেলে
ভূতের চোখ টেরা।