শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাধীন বাংলার প্রথম পতাকার শিল্পী শিব নারায়ণ দাশের মৃত্যুতে ৫ দলীয় বাম জোটের শোক বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভার প্রাক্কালে জনস্বার্থ বিরোধী সকল বৈদেশিক ঋণ বাতিলের দাবীতে বিক্ষোভ মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি বগুড়ায় সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় কাজিপুরে নানা আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন নওদাপাড়া নিবাসী আনসার আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক র‍্যাব-৫ এর অভিযানে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে গোমস্তাপুরে গ্রেফতার ১০ খুলনার ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আল্লামা ইয়াহ্ইয়া রহ. এর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষক সমিতি’র শোক প্রকাশ

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহ্ইয়া এর মৃত্যুতে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

গতকাল শনিবার (৩জুন) সকালে এ শোকবার্তা প্রকাশ করা হয়।

এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতী মুনাওয়ার হুসাইন (বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আহবায়ক), আইসিটি সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম (চট্টগ্রাম বিভাগীয় সভাপতি) এবং সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম আল কাদেরী (চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক) সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মীবৃন্দ, ছাত্র, ভক্ত মুরিদান সহ স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মরহুমের সুদীর্ঘকালের দ্বীনি খেদমতের বিষয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর মতো একজন বিচক্ষণ, আমলদার ও সর্ব মহলে গ্রহণযোগ্য, শ্রদ্ধাভাজন আলেমের ইন্তেকালে দেশ ও জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল।

দারুল আরকাম শিক্ষকগণ বিশেষভাবে স্মরণ করেন যে, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি মহোদয় চট্টগ্রাম সফরকালে হাটহাজারী মাদ্রাসায় আগমন করলে “দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্প”টি দ্রুত বাস্তবায়ন ও আলেম শিক্ষকদের বেতন-ভাতা চালু করার জন্য বিশেষভাবে সুপারিশ করেন এবং প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদাশিকস চট্টগ্রাম জেলা কমিটি এবং চট্টগ্রামের শিক্ষকগণকে মরহুমের নামাজে জানাযায় শরীক হওয়া, তাঁর পরিবারবর্গ এবং স্বজনদের সান্তনা প্রদান সহ প্রয়োজনীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির অঙ্গ সংগঠন বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

কমিটির পক্ষে শোক বার্তা প্রকাশ করেন হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া গত কিছু দিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন।গত ১৬মে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান।সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিঁনি দেশে ফিরেন।বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে তাকে রাজধানী ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালেই ইন্তেকাল করেন।

গতকাল শনিবার (৩জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x