বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট উপহার দেয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন : মিজানুর রহমান মিজু

২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট উপহার দেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

২ জুন (শুক্রবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

মিজানুর রহমান মিজু বলেন, দীর্ঘ কয়েক বছরের কোভিড মহামারি, রাশিয়া—ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতির মধ্যেও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার সুচিন্তিত, জনকল্যাণমুখী, প্রযুক্তি নির্ভর ও সাহসী বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে অর্থমন্ত্রী ঘোষিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব।এবারের বাজেট দেশের ইতিহাসের অন্যতম সেরা বাজেট।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ এবং একান্ত প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রাম বে—টার্মিনাল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগর এবং চট্টগ্রাম- কক্সবাজার রেলপথ সহ অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে।বিভিন্ন খাতে বাজেটের বরাদ্দ যেন সঠিক ভাবে এবং সঠিক সময়ে বাস্তবায়ন হয় সেদিকেও নজর রাখতে হবে।বর্তমান সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে সে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + five =


অফিসিয়াল ফেসবুক পেজ

x