বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা,সনদপত্র ও নগদ অর্থ প্রদান জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেফতার বাঘায় দুই ছিনতাইকারী সহ গ্রেফতার-৩ গোদাগাাড়ীতে কিশোর গ্যাং নেতা রাব্বি ও তার ২ সহযোগী গ্রেফতার রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ পুজার ছুটিতে ব্যস্ত কুয়াকাটা,৫০ শতাংশ হোটেল অগ্রীম বুকিং শার্শার ঠেঙামারি বিলে জলাবদ্ধতায় হয়না আমন ফসল,হাজার হাজার চাষী নিঃস্ব মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার দুধর্ষ ডাকাত গ্রেফতার সালথায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা সারিয়াকান্দিতে যুবদলের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভাঙ্গুড়ায় দৃষ্টিনন্দন ছায়াকুঞ্জ পৌর পার্কের উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনের পাশে নির্মিত দৃষ্টিনন্দন ছায়াকুঞ্জ পৌর পার্ক উদ্বোধন হয়েছে রোববার (১৫ জানুয়ারি)।

ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন রোববার দুপুরে পার্কটির উদ্বোধন করেন।

শিশুদের বিনোদনের জন্য পার্কটিতে রয়েছে ম্যাকানিক্যাল ও নন ম্যাকানিক্যাল বেশ কিছু রাইড।এই পার্ক উদ্বোধনের মাধ্যমে ভাঙ্গুড়া পৌরসভার শিশুদের বিনোদনের জন্য একটি বিশাল ক্ষেত্র তৈরী হলো আশা সংশ্লিষ্টদের।

এই পার্ক নির্মাণের ফলে শিশুদের মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের বড় সহায়ক হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

এ পার্কে শিশুরা রেল গাড়ি, ম্যাজিক বোর্ড ব্যবহার করতে পারবেন।এই পার্ক উদ্বোধনের মধ্যে দিয়ে ভাঙ্গুড়াবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান,জেলা পরিষদ সদস্য আসলাম আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া পৌরসভার প্রথম মেয়র ওসমান গনি প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ওমর ফারুক রানা প্রমুখ।

ভাঙ্গুড়া পৌর কর্তৃপক্ষ বলেছেন, পার্কটিতে ট্রেন ছাড়াও ৮ আসনের সুইং, ৬টি আসনের ম্যারি গো রাউন্ডসহ শিশুদের জন্য বেশ কিছু হাতি, ঘোড়া ও পুকুরের মধ্যে থাকছে দৃষ্টিনন্দন প্যাডেল বোড।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন,পূর্বেও ভাঙ্গুড়ায় শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ করেছেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র।তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল এই পার্কটি নির্মাণ করেছেন।শিশুরা তাদের মতো করে আনন্দে মেতে উঠবে।যার ফলে শিশুদের মানসিক ও মেধার বিকাশ ঘটবে।

পার্কটিতে শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড ছাড়াও রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী কর্ণার।

উক্ত পার্ক উদ্বোধনের সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন,ছায়াকুন্জ পৌর পার্কটিতে রয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছগাছালি। কোনোটিতে ফল ধরেছে, কোনোটিতে ফুল ফুটেছে। তাতে বসছে মৌমাছি, প্রজাপতিসহ নানান কীটপতঙ্গ। সারি সারি গাছের পাশে দুটে হাঁটাপথ। যে পথ তৈরি করা হয়েছে ছোট ছোট কংক্রিটের তৈরি ব্লকে। পার্কের হাটা পথের মাঝে ফাঁকা জায়গা। এর ফাকে ফাকে রয়েছে টাইলস বেষ্টিত বসবার ব্যবস্থা। দৃষ্টিনন্দন এ পার্কটি চালুর মাধ্যমে ভাঙ্গুড়া পৌরসভাসহ ভাঙ্গুড়া উপজেলার মানুষের বিনোদনের আশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন।সেই সঙ্গে পার্কটিতে বিনোদনের মাধ্যমে শিশুদের বিকাশ ঘটবে।এই ভাঙ্গুড়া হবে ঐতিহ্যের ভাঙ্গুড়া, সুন্দর-সচল পৌরসভা।পার্কটির যাতে কোন ক্ষতি না হয় সেজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ছায়াকুঞ্জ পৌর পার্কটি উদ্বোধন করে বলেন, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত এ পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে জাতীয় ফুল, ফল, পাখিসহ স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে। এখানে এসে শিশু কিশোররা তাদের মানসিক বিকাশের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল-আলম বাবলু, চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সনৎ কুমার কর্মকর, সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক হাসিনুর রহমান বাবু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও গণমাধ্যম কর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com