মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বাজেট সাধারণ মানুষের মঙ্গলের জন্য করা হয়নি : আরিফুর রহমান

বরাবরের মতো এবারেও লুটপাটের ফন্দি ছাড়া আর কিছুই নয়।এই বাজেট সাধারন মানুষের কল্যাণের জন্য করা হয়নি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জনতা ঐক্য ‘র সভাপতি মোঃ আরিফুর রহমান।

সরকার ঘোষিত ২০২৩-২৪ বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় না রেখেই বাজেট প্রণয়ন করেছেন সরকার, সাধারণ জনগণ মরলেও সরকার তাদের ইচ্ছে মতই চলবে।এছাড়াও সর্বজনীন রেশনিং পদ্ধতি, বিদ্যুৎ জ্বালানির মূল্য যাতে না বৃদ্ধি পায় সেই বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদান করে নাই।

তিনি আরও বলেন, এবারের বাজেটের পরে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যাবে, বাজারে কিছু কেনার মত সামার্থ থাকবেনা।জীবন জীবিকা চালাতে মানুষ এখন হিমশিম খাচ্ছে।সবার আগে মানুষ মনে করে তার জীবন জীবিকা প্রধান।শিক্ষা, চিকিৎসা এবং জীবন চালানোই এখন সাধারণ নাগরিকদের জন্য বড় চ্যালেঞ্জ।তাই এই বাজেটে মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে নামিয়ে আনার প্রত্যাশা থাকলেও সে বিষয়ে কোন দিক নির্দেশনা নাই।আয় থাকুক বা না থাকুক সবাইকে দুই হাজার টাকা কর বাধ্যতামূলক করা ন্যায় সংগত না সবার সাথে অন্যায় করা হবে।

তিনি আরও বলেন, প্রকৃত অর্থে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবছর সরকার যে বাজেট দেয়া হয় তাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চলতি নীতিমালারই প্রতিফলন ঘটিয়ে থাকে।মুক্তিযুদ্ধের পর থেকে ক্ষমতাসীন সকল রাজনৈতিক দল তথা শাসক শ্রেণি পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতিকে কেন্দ্র করেই বাজেট প্রণয়ন করেছে।ফলে দারিদ্র্য, বৈষম্য, লুটপাট-দুর্নীতি ও সম্পদের কেন্দ্রীভবন ত্বরান্বিত হয়, যা বর্তমানে চরম রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, বাজেটে শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ আরো বৃদ্ধির করা উচিৎ, প্রতি বছর সরকার একটি গতানুগতিক বাজেট উপস্থাপন করে।সরকারের প্রস্তাবিত ২০২৩-২৪ সালের বাজেটও তার থেকে আলাদা কিছুই নয় একই ফর্মেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x