বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবি চায় না অঞ্জলি

শফিকুল মুহাম্মদ ইসলাম ::
- আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

কবি চায় না অঞ্জলি
শফিকুল মুহাম্মদ ইসলাম
কবিতা তোমার প্রেমে কি জানি কি হয়;
দিগন্তেরই নীলিমা ছুঁয়েছে হৃদয়!
যতকাল পুব পানে —প্রাতে উঠে রবি,
ততকাল আমি এই— পৃথিবীর কবি!
আমি প্রেম দিতে চাই— প্রেম চাই পেতে;
যদি থাকো প্রেমিকার আদলতে মেতে!
খ্যাতি পেতে আসি’নিকো তোমার ধরাতে;
কবিতারে চেয়েনিল আমার বরাতে।
কবি চায় না অঞ্জলি, শুধু প্রেম পেতে চায়;
অবহেলা করে তবু— কুড়াল মেরেছে পায়!
একদিন দেখা হবে— ওই মেঠোপথে;
আলো ও আঁধারে তব প্রেম দিশারথে!
শিয়রের পাশে তবু— কত কথা বলো;
আমাদের নিয়ে তুমি; জোছনায় চলো!
অঘ্রাণের মাঠে রব আর কার্তিকের ক্ষেতে
কাননের ফুল হব— শুধু সুবাস ছড়াতে!
‘আমি বাঁচিবার চাই’— পৃথিবীর পরে;
বাংলার মাঠ ঘাট ও —ঘাসের ভিতরে!
যেথায় সন্ধ্যায় পাখি ফিরে তার নীড়ে;
চা’খানায় আড্ডা জমে— মানুষের ভীড়ে!