মধুখালীতে আখের সাথী ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা হতে চিনিকলের ‘এ’-সাবজোনের মেগচামী কেন্দ্রের চাষীদের সাথে কেন্দ্র প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠানে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট (বিএসআরই) এর আয়োজনে চিনিকলের কৃষি বিভাগের সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক(গবেষণা) ড.কুয়াশা মাহমুদ।
বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক(প্রযুক্তি হস্তান্তর) ইসমাৎ আরা, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
এসময় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, ব্যবস্থাপক (সম্প্র) প্রবীর মল্লিক, বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা সঞ্জিত কুমার মন্ডল, মো. সাইফুর রহমান, ব্যবস্থাপক (্ঋণ) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক (বীজ) কানিজ ফাতেমা রোকসানা, সাবজোন প্রধান মো. মেহেদী হাসান সহ চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তা, আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।