কবিতা: হেড স্যার

- আপডেট সময় : ০৬:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

কবিতা: হেড স্যার
মো: জাবেদুল ইসলাম
আমার প্রিয় শিক্ষক ছিলেন,
দরদী হেড স্যার।
ছোট্ট অনেক ছিলো স্যার,
নাম তাহার আজিজার।
হাতের লেখা খুবেই ভালো,
অংকে ছিলো পাকা।
অংক দেখে বুজতো স্যার,
এটা কতো নম্বর পাতা।
স্যার ছিলো বিচক্ষন আর,
দারুণ জ্ঞানী গুণী।
স্যারের সুনাম আজো’ ও আমি
পাড়ায় পাড়ায় শুনি।
পাঠশালার ছাত্র ছাত্রীদের প্রতি
স্যারের ছিলো অকৃত্রিম ভালো বাসা।
তাদের মাঝে জাগিয়ে তোলে স্যার,
জীবন গড়ার আশা।
কোনো ক্লাসে না আসিতো,
যদি কোনো ছাত্র ছাত্রী।
কি কারণে আসে নাই সে,
ছুটে যেতো তার বাড়ি।
বাবা-মা র অসুস্থ তা হয়তোবা
অন্য কোনো কারণ।
স্যার শুধু খোঁজ নিতো তার,
করতো না তো বারণ।
পাঠশালার বিষয়ভিত্তিক আলোচনায়
সভা ডাকতো স্যার।
পাঠদানে মনোনিবেশ বাড়াও,
বেশি করে বাড়াতে হবে আর।
পাঠশালাতে সময় মতো আসতো
মোদের সবার হেড স্যার।
স্যারের মতো ভালো স্যার,
এ জনমে পাবো না’ তো আর।
***************************