বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
জ্যৈষ্ঠ

মামুন মোল্যাঃ
- আপডেট সময় : ০৫:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

জ্যৈষ্ঠ
মো: মামুন মোল্যা
জ্যৈষ্ঠ মাসে খাঁ খাঁ রোদ্দুর
ঝরছে দেহে ঘাম,
আম কাঁঠাল পাক ধরেছে
খোকা খোটে জাম।
গগন কোনে মেঘ করেছে
আয়রে খোকা ঘরে,
একটু পরে ঝড় উঠিবে
মেঘ ডাকিবে জোরে।
ঝড় ছেড়েছে ভীষণ রকম
ডাকছে পাড়ার ছেলে
আম পড়েছে তলা ভরে
কুড়াবো দলে দলে।