লাখাইয়ে পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার সহ কুখ্যাত চোর গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে কুখ্যাত গরু চোর জমির আলী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এস আই শৈলেশ চন্দ্র দাস বুধবার (৩১মে) দিবাগত গভীর রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বি-বাড়ীয়া জেলার নাসির নগর থানার পুলিশের সহায়তায় ফান্দাউক গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার সহ ফান্দাউক গ্রামের মৃত হাছন আলীর ছেলে জমির আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লাখাই থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দিবাগত গভীর রাতে কাসিম পুর গ্রামের মৃত আদীল মিয়ার ছেলে আব্দুল বাছিরের গোয়াল ঘরে প্রবেশ করে ৪ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়।চোরাকৃত গরুর মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়েরর পর লাখাই থানার এস আই শৈলেশ চন্দ্র দাস ১টা চোরাই গরু উদ্ধার সহ আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (১লা জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, চুরি যাও বাকি গরু গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে।