রাজশাহীতে লফস এর আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

- আপডেট সময় : ০৫:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতাবৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতিবছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।
তামাকচাষীদের জন্য বিকল্প ফসল উৎপাদন এবং বাজারজাত করণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করনের লক্ষ্য নিয়ে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “তামাক নয়, খাদ্য ফলান”।মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন।এ লক্ষ্যে সরকার গ্রহণ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় এইড ফাউন্ডেশনের সহযোগি সংস্থা বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে “তামাক নয় খাদ্য ফলান” স্লোগানে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রাজশাহী নগর ভবনের পাশর্বর্তী রাস্তায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।পাশাপাশি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে চ্যালেঞ্জ ও করনীয় বাণী সম্বলিত হ্যান্ডবিল জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেকেন্দার হোসেন, প্রধান শিক্ষক, পিনাকল স্টাডি হোম।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস, রাজশাহী।
এছাড়াও সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মোঃ মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন পেশাজিবী সহ কর্মসূচিতে বস্তি উন্নয়ন কর্মসংস্থা এর প্রতিনিধবৃন্দ অংশগ্রহণ করেন।