চৌহালীতে মাসিক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা ১২টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সভাপতিত্বে মাসিক সভা ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ, থানার ওসি হারুন অর রশিদ, আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, প্রাণিসম্পদ অফিসার ডা: রফিকুল, পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্রী, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত মাসের আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্ব-স্ব ইউপি চেয়ারম্যানগণ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।