বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া)
- আপডেট সময় : ১১:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের নিকট বাঙালি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে হাতেনাতে ২ জনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মে) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা চালিয়ে রামনগর মন্ডল বাড়ী গ্রামের আমিনুর ইসলামের ছেলে স্বাধীন (৩০) ও কুপতলা আদর্শ পাড়ার সাখাওয়াত হোসেন এর ছেলে আশিদুল (৪২) কে আটক করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, যেখানে যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে সেখানে সেখানে অভিযান পরিচালনা করা হবে।অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।