বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা: নদীর দেশ পাখির দেশ

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে

কবিতা: নদীর দেশ পাখির দেশ
মোঃ জাবেদুল ইসলাম
নদীর দেশ পাখির দেশ,
সোনার বাংলাদেশ।
ফুলের গন্ধ ফলের গন্ধ,
মন ভরে দেয় বেশ।
দোয়েল কোয়েল ময়না টিয়া,
নানান রকম পাখি।
একেক পাখির একেক সুর,
শুনতে যেন থাকি।
নদীর দেশ পাখির দেশ,
সোনার বাংলাদেশ।
সবুজে ঘেরা শ্যামলে ঘেরা,
আমার বাংলাদেশ।
নদীর দেশ পাখির দেশ,
সোনার বাংলাদেশ।
সুফলা আর শষ্যের এ’দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
নদীর দেশ পাখির দেশ,
আমার বাংলাদেশ।
ধানের দেশ গানের দেশ,
সোনার বাংলাদেশ।