নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খাদ্য, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য পণ্যের দাম কমানো, রেশনিং চালু ও দুর্নীতি লুটপাট বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রায়গঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সিরাজগঞ্জের সলংগার ঐতিহাসিক ঘুড়কা বন্দরে ৩১ মে বুধবার সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমীন পার্টির কেন্দ্র ঘোষিত বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড দিলীপ সরকার, সিপিবি নেতা কমরেড প্রকাশ গুণ, কমরেড নিতাই, কমরেড প্রদীপ মাহাতো, কমরেড সহদেব প্রমুখ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রায়গঞ্জ উপজেলা কমিটি আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে ঘুড়কা বন্দর এলাকার সাধারণ জনসাধারণ ও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।পরে বিক্ষোভ মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
কমরেড শেখ মোস্তফা নুরুল আমীন সহ সমবেত কমরেডগণ রায়গঞ্জ-তাড়াশ ও কৃষক বিদ্রোহের অন্যতম সুতিকাগার ঐতিহাসিক সলংগা এলাকায় কমিউনিস্ট পার্টির দুর্গ গড়ে তোলার উদাত্ত আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।