নওগাঁর পোরশায় শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
তিনি তার ব্যক্তিগত তহবীল থেকে ক্রয়কৃত পোশাক গুলি বুধবার উপজেলার পোরশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
এসময় তিনি বর্তমান সরকারের শিক্ষা বিভাগের উন্নতির কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় এ উপজেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন বলে জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামশুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি এহ্তেশামুল হক শাহ্, পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল্লাহ্ শাহ্, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ চৌধুরী সহ শিক্ষক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।