হবিগঞ্জে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষক পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৩১ মে) খামার বাড়ি প্রাঙ্গণে সকাল ১০ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটে অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান।
সভায় জেলার বানিয়াচং ও লাখাই উপজেলার শতাধিক সফল তেলজাতিয় ফসল উৎপাদন কারী কৃষক-কৃষানী অংশ নেন।
সফল তেলজাতীয় ফসল উৎপাদন কারী কৃষক- কৃষাণীর মধ্য থেকে ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষককে পুরষ্কৃত করা হয়।প্রথম পুরুষ্কার বিজয়ী বানিয়াচং উপজেলার সুমিতা রানী দাস।