সিরাজগঞ্জের রায়গঞ্জে উজান থেকে ভেসে আসা শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত নদীর পানিতে মারা যাচ্ছে খাচায় চাষ করা মাছ সহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী।এরই প্রতিবাদে বুধবার সকাল ১১টায় (ঢাকা-বগুড়া) মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডে ক্ষতিগ্রস্থ ৭০ জন মাছ চাষী ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার হোসেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ বকুল, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, মাছ চাষী মাহবুবুর রহমান মিঠু, সহিদুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, শেরপুর উপজেলার এস.আর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্ট এর দূষিত বর্জ্যের কারণে ফুলজোড় নদীতে ৭০ জন খাচায় মাছ চাষীদের প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিপূরণের দাবি ও নদী দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।