বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে পিতার সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৪:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে রাষ্টপতির কাছে আবেদন করেছে বৃদ্ধ পিতা নিরাঞ্জন বালা (৯২)।
বুধবার (৩১ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলেন, আমার একমাত্র পুত্র নিখিল বালা ওরফে ভোলার বিরুদ্ধে গত ৩০ জানুয়ারী ২০০২ সালে মোল্লাহাট থানায় গুরুদাশ হীরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) আইনে হত্যা মামলা দায়ের করে।মামলার তদন্ত কর্মকর্তা আমার পুত্রকে একমাত্র আসামী করে তদন্ত রিপোট দাখিল করেন।উক্ত মামলায় নারী ও শিশু নিযাতন দমন ট্রইবুনালের বিচারক ২৬ ফেব্রুয়ারী ২০০৪ সালে আমার পুত্রকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে।উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের ক্রিমিনাল আপিল ৫৮১/০৪ দাখিল করেন।উক্ত কোর্টে নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন।পরে সুপ্রিম কোর্টের এ্যাসিলেট ডিভিশনে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপিল ৪৫০/০৬ দায়ের করলে আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন।
পরে মহামান্য রাষ্টপতির কাছে প্রাণ ভিক্ষা সহ মামলার দ্বায় থেকে অব্যাহতি প্রথনা করে গত ০৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাগেরহাট জেলা কারাকতৃপক্ষের মাধ্যমে ৫৬৯ ধারায় আবেদন করেন, যাহার স্বারক নং- ৪৩/৭৭।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি দ্রুত বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্টপতির দৃষ্টি আকর্ষন করেছেন নিরাঞ্জন বালা।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত নিখিল বালা ওরফে ভোলার পুত্র নিউটন বালা, মাতা ভানু মতি বালা, ভগ্নিপতি রবিদাশ মন্ডল, ভাগ্নে রথিন্দ্র নাথ মন্ডল।