হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরবর্তী আলোচনা সভা সকাল ১১টায় লাখাই উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশ্ব তামাক দিবসে “তামাক, খাদ্য পলান” এই প্রতিবাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় তামাকের ক্ষতিকর বিষয়ের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রাণী সম্পদ ডাঃ মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা আর এম ও ডাঃ তাজরিন মজুমদার, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব ও লাখাই রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোবারক হোসেন গীতা পাঠ করেন প্রদ্যোৎ জোতি দাস।