ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিশেষ বিজ্ঞপ্তি ::
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল 'যমুনা প্রতিদিন ডট কম' এ আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
২১১৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী উজ্জল আটক ডিবির হাতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক বাঘায় আদালতের রায় উপেক্ষা করে জমি জবরদখল চেষ্টা,প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট -১ আসনে আনোয়ারুল ইসলাম রাজুকে এমপি হিসেবে দেখতে চায় জনগণ শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের ছোঁয়ায় দেশ বদলে গেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী অগণতান্ত্রিক সরকারকে হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নিতাই রায় চৌধুরী রুয়েটে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর,র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১, বাংলাদেশ এর শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নিন্দুককে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ডা: তহিদ রাসেল ফিরতে চান নতুন রুপে বর্ণিল আয়োজনে জয়নিউজ বিডি ডট কমের ৫ম বর্ষপূর্তি উদযাপন

মানুষ মনে করে,দেশের সব মদ আমিই খাই : পরী মণি

যমুনা প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
যমুনা প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ এখন টক অফ দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।মঙ্গলবার মধ্যরাতে সেগুলো আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে।যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়।

এদিকে এই ঘটনায় রাজের স্ত্রী পরীমণিকে দুষছেন সুনেরাহ বিনতে কামাল।এক দীর্ঘ স্ট্যাটাসে সেই ব্যাখাও দিয়েছেন রাজের এই নায়িকা।

এ ঘটনায় পরীমণি বলছেন, ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না।ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি।তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে।রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন।ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল।আর ওরা কি স্বাভাবিক ছিল।এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি।এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।’

পরীমণি আরও বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম।কিন্তু এটি অনেকের ভালো লাগছে না।তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা।তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন।মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা।ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই।আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’

পরী বলেন, ‘এসব আজাইরা কথা মানুষ কই পায়।আমরা ভালো আছি, সুখেই আছি।আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি-এটা কারো পছন্দ হচ্ছে না।তাই এসব কথা ছড়াচ্ছে।গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না।এর মধ্যে আবার উটকো ঝামেলা।আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না! এটা তো রাজের পুরোনো স্বভাব।আর আমি দুই বাসাতেই থাকি।এখন নিজ বাসায় আছি।আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে।আমি এর শেষটা দেখে নিতে চাই।’ (ইত্তেফাক)

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষ মনে করে,দেশের সব মদ আমিই খাই : পরী মণি

আপডেট সময় : ০৬:১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ এখন টক অফ দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।মঙ্গলবার মধ্যরাতে সেগুলো আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে।যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়।

এদিকে এই ঘটনায় রাজের স্ত্রী পরীমণিকে দুষছেন সুনেরাহ বিনতে কামাল।এক দীর্ঘ স্ট্যাটাসে সেই ব্যাখাও দিয়েছেন রাজের এই নায়িকা।

এ ঘটনায় পরীমণি বলছেন, ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না।ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি।তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে।রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন।ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল।আর ওরা কি স্বাভাবিক ছিল।এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি।এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।’

পরীমণি আরও বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম।কিন্তু এটি অনেকের ভালো লাগছে না।তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা।তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন।মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা।ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই।আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’

পরী বলেন, ‘এসব আজাইরা কথা মানুষ কই পায়।আমরা ভালো আছি, সুখেই আছি।আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি-এটা কারো পছন্দ হচ্ছে না।তাই এসব কথা ছড়াচ্ছে।গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না।এর মধ্যে আবার উটকো ঝামেলা।আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না! এটা তো রাজের পুরোনো স্বভাব।আর আমি দুই বাসাতেই থাকি।এখন নিজ বাসায় আছি।আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে।আমি এর শেষটা দেখে নিতে চাই।’ (ইত্তেফাক)