সাংবাদিক আনহার বিন সাইদ এর প্রবাস যাত্রায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান

- আপডেট সময় : ০৫:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৬৭৬ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথা ও কালজয়ী পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক আনহার বিন সাইদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১৯ শে মে (শুক্রবার) বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তাঁর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রেসক্লাব।
সংবর্ধিত সাংবাদিক আনহার বিন সাইদ কে এসময় বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সহ-সভাপতি এ কে এম তুহেম, সহ-সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
উল্লেখ্য, আনহার বিন সাইদ ইতালিতে অবস্থান করছেন।তিনি বন্ধুবান্ধব ও পরিচিত মহলের দোয়া কামনা করেছেন।