মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর ২৩ ও ২৪ নং ওয়ার্ডে এখনো আওয়ামীলীগের চাটুকারিতাদের রাজত্ব নালিতাবাড়ীতে কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জাল’ রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত সারিয়াকান্দিতে পৌর মৎস্যজীবী দলের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি কাঞ্চন, সম্পাদক ঘেরু পর্তুগাল বিএনপির নেতাদের সাথে রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সারিয়াকান্দিতে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সারিয়াকান্দিতে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা মান্দায় বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপির দায়িত্ব নিলেন নতুন কমিশনার আবু সুফিয়ান
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে চলছে পরিপক্ক আম কেনাবেচা

আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁ জেলার সাপাহার উপজেলা জেলার সবচেয়ে বড় আম বাজার সাপাহার সাপাহারে পুরোদমে পরিপক্ক আম কেনাবেচা চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।ভ্যান,সিএনজি,অটোরিক্সা, ট্রলি সহ বিভিন্ন যানবাহন ভর্তি আম নিয়ে বাজারে আসছেন কৃষকরা।

২৮মে থেকে ভালো জাতের আম গোপালভোগ বাজারে আসতে শুরু করছে।

গতকাল দুপুরে সাপাহার আম বাজারে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে সাপাহার-নজিপুর সড়কের পাশে ভ্যানভর্তি আম নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছেন চাষিরা।

বাজারে আম বিক্রি করতে আসা কৃষকরা জানান, পাইকাররা আমের দাম লাগাচ্ছে ১০০০ থেকে সর্বোচ্চ ১৬০০ টাকা মন।এমনিতে অনান্ন্য বছরের তুলনায় প্রচন্ড খরা মৌসুম গেছে সারাবছর বাগানের পরিচর্যা করতে গিয়ে বাগানে সেচও দেওয়া হয়েছে অনেকবার ও সার বিষ করে যে পরিমান খরচ হয়েছে তাতে করে এবার লোকশানে থাকতে হবে।এবার আমের দাম আশানুরূপ নয়, আড়তে আমের ধলতা নিচ্ছে বেশি।গত বছর এ সময়ে গোপালভোগ আম ১ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছিল।সেই তুলনায় এবার দাম কম।

সাপাহার আম বাজার আড়তদার সমিতির সভাপতি কার্তিক সাহা বলেন, এবার তাঁদের বাজারে ২৩০টি আড়ত বসেছে।এখন প্রতিদিন ৪০০-৫০০ মণ আম উঠছে।তবে ল্যাংড়া, আম্রপালি আম এলে প্রতিদিন ২০-৩০ হাজার মণ আম বাজারে উঠবে।তখন তাঁদের দম ফেলার সময় থাকবে না।

এবার জেলায় প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, এ মৌসুমে ২২ মে গুটি জাতের আম, ২৮ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরশাপাতি/হিমসাগর, ৭ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২০ জুন ফজলি, ২২ জুন আম্রপালি ও ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম বাজারজাত করা যাবে।

সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জানান, দেশের মধ্যে এবার নওগাঁয় সবচেয়ে বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এবার আমের মৌসুমে ঝড়ঝাপটা কম হয়েছে।রোগবালাইও কম।আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।এবার সাপাহার উপজেলায় প্রায় ১৫০০ কোটি টাকার আম বাণিজ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com