কমলনগরে ছাত্রলীগের ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত

- আপডেট সময় : ০৫:১৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় ছয়টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (২৭ মে) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিলুপ্ত ইউনিয়ন কমিটিগুলো হলো-সাহেবের হাট, চর লরেন্স, চর মার্টিন, চর ফলকন, পাটারীর হাট ও তোরাবগঞ্জ।
একই সঙ্গে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কর্মী সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
৩জুন সাহেবেরহাট, ১০জুন চর লরেঞ্চ, ১৬জুন চরমার্টিন, ২১ জুন চর ফলকন, ৭ জুলাই পাটারীরহাট ও ১০ জুলাই তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ হবে।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী বলেন, উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ ছয় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে কর্মীসভা ডাকা হয়েছে।সেখানে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে।