দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩- ২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকালে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান আলমগীর রেজার সভাপতিত্বে বাজেটের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ।
এবার আয় ধরা হয়েছে ৪০ কোটি ১৬ লক্ষ ৬ হাজার ৮শ ৪০ টাকা।মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৯২ লক্ষ ২২ হাজার ২শ টাকা।
বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর মো: লালান, জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন,বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত্তার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসরাফিল হক, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ সহ ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।