জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে হুইপ স্বপনের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা সভা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় পৌর কমিউনিটি সেন্টারে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান আলী, সহ সভাপতি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সহ সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, সহ সভাপতি গোলাম হাক্কানী, সহ সভাপতি জাহিদুল আলম বেনু, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আহসান কবির এপ্লব, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা সহ আরো অনেকে।
এসময় অনুষ্টানে উপস্থিত বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন হুইপ স্বপন-এমপি।