মাদারীপুরে মেলা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৭

- আপডেট সময় : ০৯:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

মাদারীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।সোমবার (২৯ মে) রাতে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে সরঞ্জামসহ ১২’হাজার ৬’শত ২০টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-নড়াইল জেলার কালিয়া নড়াগাতি এলাকার মৃত্যু সত্য রঞ্জন সরকারের ছেলে উত্তম কুমার (২৭), সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ি এলাকার মৃত মনতাজ আলীর ছেলে মোঃ বেল্লাল হোসেন (৫৫), একই জেলার কান্দাপাড়া এলাকার মৃত্যু মহর মন্ডলের ছেলে মোঃ মোসলেম মন্ডল (৪৫), মৃত্যু মজিবুর রহমানের ছেলে মো: হাফিজুল ইসলাম (৪০), নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামের মৃত্যু ওসিম উদ্দিনের ছেলে মো: নওশাদ আলী (৪২), সিরাজগঞ্জ জেলার কান্ডাপাড়া গ্রামের মৃত কিসমত মন্ডলের ছেলে মাহাম মন্ডল(৪৫),নাটোর জেলার হাতিপারা গ্রামের আফসার উদ্দিনের ছেলে মোঃ শরীফ (৫২)।
মাদারীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় , মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলার মেলায় (কুম্ভ মেলা) অসাধু কিছু লোক জুয়া পরিচালনা করছে।এতে অতি লোভের আসায় সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন।এমন সংবাদে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করে ১টি চড়কি, ৬টি ছক্কা, বৌরানী ৪টি, ব্যানার কোর্ট ১টি ও নগদ ১২ হাজার ৬’শত ২০টাকা সহ ৭জনকে আটক করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা ওসি (ডিবি) এ ইচ এম সালাউদ্দিন জানান, আটক কৃতরা পেশাদার জুয়ারী তারা দেশের বিভিন্ন মেলায় জুয়ার আসর বসায় এবং নিজেরা প্রলোভন দেখিয়ে অন্যদের জুয়ায় টাকা লাগাতে লোভ তৈরী করে।তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।