বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
মধু মাসের ফল

সেলিম আহমদ কাওছার:
- আপডেট সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

মধু মাসের ফল
সেলিম আহমদ কাওছার
জৈষ্ঠ্য মাসকে সবাই জানি
মধু মাস বলে
মধু মাসে সোনার দেশে
নানা ফল ফলে।
মধু মাসের ফল ফলাদি
আম কাঁঠাল লিচু
জাম জামরুল আনারস আরও
বেশ মজাদার কিছু।
রসে ভরা ফলের জন্য
মধু মাস হয় নাম
মৌ মৌ ঘ্রাণে তার
ভরে শহর গ্রাম।
মধু মাসের মধুর ফল
সব জায়গাতে পাই
যার যার সামর্থ্য মতো
যা সকলে খাই।
অনেক আছেন নেই ক্ষমতা
ফসল কিনে খাবার
তাদের প্রতি একটু নজর
থাকে যেনো সবার।