শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাধীন বাংলার প্রথম পতাকার শিল্পী শিব নারায়ণ দাশের মৃত্যুতে ৫ দলীয় বাম জোটের শোক বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভার প্রাক্কালে জনস্বার্থ বিরোধী সকল বৈদেশিক ঋণ বাতিলের দাবীতে বিক্ষোভ মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি বগুড়ায় সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় কাজিপুরে নানা আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন নওদাপাড়া নিবাসী আনসার আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক র‍্যাব-৫ এর অভিযানে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে গোমস্তাপুরে গ্রেফতার ১০ খুলনার ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভাঙ্গায় আলমগীর হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের চাঞ্চল্যকর আলমগীর মাতুব্বরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বাদী পরিবারকে হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানী বন্ধের দাবিতে সংবাদ সন্মেলন করেছেন নিহতের পরিবার।

গতকাল সোমবার (২৯ মে) সকালে নিহতের পরিবারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সন্মেলনে নিহতের মেয়ে সাদিয়া আক্তার (৩০) কান্না বিজড়িত কন্ঠে বলেন, ছোট খারদিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কাওছার মাতু্ববর (৫৫), ছরোয়ার মাতুব্বর (৫০), ছানু মাতুব্বর (৫৩), নুরুল ইসলাম মোল্লা (৫০), বাবলু মাতুব্বর (৫২) গংরা আমার পিতাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।তিনি তাদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন, নিহত আলমগীরের স্ত্রী বিলকিছ বেগম, তার মেয়ে রহিমা বেগম (৩২), ছোট মেয়ে রেবা আক্তার (২২), ভাতিজা কাওছার মাতুব্বর, আইয়ুব মাতুব্বর, জিয়াদ মাতুব্বর, সাদেক মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর প্রমুখ।

এ সময় নিহতের মেয়ে সাদিয়া আক্তার আরো বলেন, আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।অথচ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।তাদের মিথ্যা মামলায় আমরা হয়রানী হচ্ছি।এখন আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

মো. কাওছার মাতুব্বর বলেন, হত্যা মামলার বেশ কয়েকজন আসামী উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে নানা ধরনের হামলা, মামলার হুমকি দিচ্ছে।আমরা এখন নানামুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছি।এখন আসামিরা মিথ্যা সাজিয়ে একাধিক মামলা দিতেছে আমাদের নামে।এভাবে আর কতো দিন চলবে?

এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ হত্যা মামলার কিছু আসামি জামিনে আছেন আর কিছু আসামী পলাতক।পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x