সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোয় উপজেলার কামারদুলিয়ার এইচ এম এফ নামক ইটভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ জানুয়ারী) এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম।
ইউএনও তরিকুল ইসলাম জানান,সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ওই ইটভাটা মালিক মো.মুক্তার হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।