আসমক কোম্পানির পক্ষ থেকে দুই উপজেলায় কম্বল ও চাল বিতরণ

- আপডেট সময় : ০২:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

আসমক কোম্পানি মরিশাস পক্ষ থেকে গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের আলফাডাঙ্গার ১হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে।
আসমক কোম্পানির পক্ষ থেকে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে এ কম্বল ও চাল বিতরণ করা হয়।
১১ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টায় আলফাডাঙ্গা জাটিগ্রামে প্রবাসী আকাশ মিয়ার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে এ কম্বল ও চাল বিতরণ করে আকাশ মিয়ার পরিবারের সদস্যরা।
এছাড়াও আসমক কোম্পানির পক্ষ থেকে নিয়মিত প্রতিমাসে একবার করে, সাড়ে ৪শ দুঃস্থ অসহায়দের মাঝে ৫ কেজী চাল বিতরণ করা হয়।
ভারি শীত ও খুচরা বাজারে চালের দাম বাড়তি থাকায় শীতার্ত দুস্থ অসহায় মানুষ এ সহায়তা পেয়ে প্রবাসী আকাশ মিয়া ও আসমক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হোসাইন আদমজীসহ পরিবারদের জন্য আল্লাহ তাআলার কাছে, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বুলবুল, কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, আকাশ মিয়ার বাবা মো, জাকির হোসেন মিয়া, চাচা মোঃ, টুকু মিয়া, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, বিউটি বেগম, রানা মিয়া ও জোসনা বেগম প্রমুখ।