জাবেদুল ইসলামের দুইটি কবিতা

- আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

কবিতা: টাকা ছাড়া
মোঃ জাবেদুল ইসলাম
টাকা ছাড়া এই দুনিয়ায়,
যায় না চলা ভালো।
টাকা ছাড়া এই দুনিয়ায়,
চলে নাতো কারো।
ক্ষুধা মেটাতে লাগে টাকা,
জীবন বাঁচাতে অনেক।
টাকা ছাড়া জগতটাতে কেউ,
কয় না কথা ক্ষণেক।
পাঠশালাতে লাগে টাকা,
শিক্ষা নিতে অনেক।
পরীক্ষা দিতে আরো কতো
বেশি টাকা লাগে।
অসুখ করলে মহাবিপদ,
টাকা লাগে ঢেড়।
টাকা যদি না থাকে তার,
পাবে সেজন হাড়ে হাড়ে টের।
টাকা না থাকলে স্ত্রী তার,
কয় না কথা বেশ।
টাকার কাছে সবাই খুশি,
ঠান্ডা কথা বলে শেষ।
টাকার কাছে এই দুনিয়ার,
সবার মাথা নত।
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী,
আছেন সবাই যত।
কবিতা: মায়ের চিঠি
মোঃ জাবেদুল ইসলাম
খোকা রে তুই কেমন আছিস,
অনেক দুরের দেশে?
একলা সেথায় কেমনে খাস,
কেমনে রাধিস, বাড়িস?
কর্ম জীবন যাচ্ছে কেমন,
বলতো খোকা ওরে।
আমার ভীষণ ইচ্ছে করে,
জানতে খবর তোরে।
খোকা রে তুই খাওয়া দাওয়া,
করিস যেনো ঠিকভাবে।
নইলে কিন্তু শরীর টা তোর,
খারাপ হয়ে যাবে।
আমরা সবাই ভালো আছি,
চিন্তা করিস না।
তোর খুকুমণি আছে আরো
বউমাও খুব ভালো।
তোর লাল গাভীটার দুটো,
বাচ্চা হয়েছে গত কাল।
একটি র রঙ কালো আর,
অন্য টির রঙ লাল।