আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ গঠিত

- আপডেট সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে

রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা আবুধাবী নাফিম রেষ্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।
গত সোমবার বাদে এশা আবুল হাশেম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুদ্দিন তারেক।
মোহাম্মদ তানবিরের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান, আহমেদ কবীর তালুকদার, মোসাফফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিম উদ্দীন শাহ বাচ্চু, বেনিয়াজ কমিটির আহবায়ক ফারুক আজম, খোরশেদ তালুকদার, মোসাফফার সদস্য সচিব মোহাম্মদ আলী সুমন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদের মোসাফফা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাজান সিরাজ ছোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, .দুবাই থেকে আগত নেজাম উদ্দিন সোহেল, মোহাম্মদ বকতিয়ার মোহাম্মদ শাহজামান চৌধুরী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ইমশাদ, মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ আজিজ, জনাব সালাউদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সেকান্দর হায়াত, মোহাম্মদ জাবের প্রমুখ।
বক্তব্য রাখেন কমিটির সদস্য মোহাম্মদ মুরাদ, শফিউল আজম, মোঃ ওসমান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম সহ আরো অনেকে।