বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ছড়া : শালিক পাখি

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

ছড়া : শালিক পাখি
মোঃ জাবেদুল ইসলাম
শালিক পাখি শালিক পাখি
মনের সুখে ডাকিস খালি।
গাছের ডালে পাতার ফাঁকে,
মিষ্টি মধুর সুর করে।
শালিক পাখি, শালিক পাখি,
ডানা মেলে উড়িশ নাকি?
খুকি তোকে ভালো বাসে,
খুকির কাছে আয়’ ত দেখি।
শালিক পাখি, শালিক পাখি,
একটু এদিক আয়তো দেখি।
খুকি তোকে আদর করে,
ভাব জমাবে তোরে সনে।