বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা : নীল পরিদের দেশে

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

কবিতা: নীল পরিদের দেশে
মোঃ জাবেদুল ইসলাম
গোমরা মুখে বসে খোকা,
ভাবছে সে যে আজ।
নীল পরীদের দেশে যাবে,
করেছে অনেক সাজ।
নাওয়াখাওয়া সব ছেড়েছে,
খায় না কিছু খোকা।
কোনো কথা কয় না সে,
হ’য়েছে সে আজ বোকা।
নীল আকাশে অনেক দুরে,
নীল পরীদের দেশ।
সেথায় খোকা কেমনে যাবে?
পায় না উপায় শেষ।
পঙ্খি রাজ আসলো এবার,
বললো খোকা ওরে।
নীল পরীদের দেশে আমি,
আজ নিয়ে যাবো তোরে।
খোকার মন বেজায় খুশি,
উঠলো বসে পিঠে।
ছুটলো ঘোড়া পঙ্খি রাজ,
নীল পরীদের দেশে।
নীল আকাশে নীল পরীরা,
আসলো সবাই জুটে।
খোকা এসেছে নীল আকাশে,
বরণ করে নিতে।