বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা : বিদ্রোহী কবি

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

কবিতা: বিদ্রোহী কবি
মোঃ জাবেদুল ইসলাম
বিদ্রোহী কবি নজরুল তুমি,
দুখু মিয়া তোমার নাম।
শত দুঃ খ মাথায় নিয়ে তুমি,
লেখ গজল কবিতা গান।
ছোট্ট ছেলে নজরুল তুমি,
দুখু মিয়া তোমার নাম।
জেলার নাম বধর্মান তোমার,
চুরুলিয়া তোমার গ্রাম।
প্রতিবাদী কবি তুমি,
নজরুল তোমার নাম।
অন্যায়ের কাছে করো না নত,
কবিতায় লেখা ধাম।
নজরুল তুমি গানের কবি,
দুখু মিয়া তোমার নাম।
শত মানুষের দুঃখ বেদনা,
তোমার কবিতায় লেখেছ নাম।
নজরুল তুমি প্রেমের কবি,
বাঁশিতে তোলো শুর।
তোমার বাঁশি র শুর লাগে,
শুধু সুমধুর।
দুখু মিয়া তুমি নজরুল,
ঝাকড়া তোমার চুল।
ঝাকড়া চুলে তুমি আজ,
কবিতায় মহান পুরুষ।
বিদ্রোহী কবি নজরুল তুমি,
দুখু মিয়া তোমার নাম।
কাজী ফকির উদ্দিন আহমেদ
পিতা তোমার,
জাহেদা মাতার নাম।
বিদ্রোহী কবি নজরুল তুমি,
দুখু মিয়া তোমার নাম।
কবিতা লিখেছো বিদ্রোহী,
অগ্নিবিণায় নাম।