যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতুল্য-কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট

- আপডেট সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমির জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাঁর কর্মীরা যে কোন ধরনের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে।আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী আছে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে এবং তারা জানে সমাজতন্ত্রের পথই একমাত্র জনগণের মুক্তির পথ।ধনতন্ত্রবাদের মাধ্যমে জনগণকে শোষণ করা চলে আর যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা কোন দিন কোনো রকমের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে পারে না।তাদের কাছে মুসলমান, হিন্দু, বাঙ্গালী, অবাঙ্গালী সকলেই সমান।
শুক্রবার বিকেল ৫টায় চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ দাসপাড়া কালিমাতা মন্দিরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি প্রবীর কুমার তালুকদার, সাধারণ সম্পাদক মহাদেব কুমার দাস, নির্মল কুমার রায়, দ্রুতিরাম তালুকদার, কৃষ্ণ তালুকদার, প্রভাত চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র দাস, ঝন্টু দাস, পরেশ চন্দ্র দাস, নিতাই চন্দ্র দাস সহ আরো অনেকে।
আলোচনা সভাশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শ্যামগোপ মৌজার আবাদী জমির জলাবদ্ধতা পরির্দশন করেন।
প্রধান অতিথি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট জলাবদ্ধতা নিরসনের জন্য শ্যামগোপ গ্রামে র্কালভাট নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।সেই সাথে মন্দিরের সামনে ঘাট সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন।