বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতাঃ কুকুর

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

কবিতাঃ কুকুর
মোঃ জাবেদুল ইসলাম :
কুকুর দেখলে আমরা তবে,
বলি দুর দুর।
কুকুর মোদের সবার আপন,
আপন বন্ধু।
কুকুর তোমার কথা শুনে,
পালন করে আবার।
হুকুম পালন করে তোমার,
করে না তো কোনো ভয়।
নিজের জীবন বাজি রেখে,
কুকুর তোমার হুকুম করে জয়।
গোসা বেজার হয় না কুকুর,
কতো মার খায়।
তোমার বাড়ি ছেড়ে কুকুর,
যায় না কোথাও আর।
শত শত আঘাত হানো,
পশু কুকুরের গায়ে।
এতো আঘাত পেয়ে কুকুর,
নীরবে সয়ে সব যায়।
হাড় কাঁপানো শীতে তুমি,
আরাম করে ঘুমাও।
কুকুর সারারত ধরে তোমার,
বাড়ি পাহারা দেয়।
বিনিময়ে কুকুর তোমার
কোনো টাকা করি না নেয়।
কুকুর তোমায় কতো আপন,
ভালোবাসে কতো।
বার বার আঘাত পেয়ে কুকুর,
হয় ক্ষতো বিক্ষত।
তবুও কুকুর তোমায় ছেড়ে,
যায় না দুরে কোথাও।
তোমার বাড়ির উঠান পরে,
একলা বসে রয়।