বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা ( PDP) প্রনয়নের লক্ষ্যে পৌরসভা ভিশনিং শনিবার সকালে পৌরসভার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।প্রধান অতিথি পৌরসভার ভিশনিং পত্র পাঠ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিউর রহমান মতি।সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুর রশিদ, কাউন্সিলর খন্দকার মোঃ খোরশেদ আলম, কাউন্সিলর মেহেদী হাসান সুফল, ফজলুল করিম রাবু, মোঃ মুনজু মিয়া, মোঃ আপেল মিয়া (রনি),শেফালী বেগম, রিনা বেগম,আলেফা বেগম, প্রমুখ।