বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা: আমার বাংলাদেশে

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

কবিতা: আমার বাংলাদেশে
মোঃ জাবেদুল ইসলাম
পাল তুলে নৌকা চলে,
আমার বাংলাদেশে।
নদীগুলো এঁকেবেঁকে,
চলেছে বহু দুরে।
নীল আকাশে ভেসে বেড়ায়,
সাদা মেঘের ভেলা।
কি অপরূপ দৃশ্য ফুটে,
আমার বাংলাদেশে।
মাঠে মাঠে চড়ে গরু,
রাখাল বাজায় বাঁশি।
কি অপরূপ সুর বাজে,
আমার বাংলাদেশে।
বাবুই টিয়া ময়না ডাকে,
গাছের ডালে বসে।
কোকিল ডাকে তারি ফাঁকে,
কুহু কুহু কুহু করে।
ভোমরা ছুটে মধু আহরণে,
ফুলে ফুলে ঘুরে।
ফুলের উপর ঘুমিয়ে পরে,
ফুলের মধু খেয়ে।
নানান রঙের প্রজাপতি,
ডানা মেলে উড়ে।
কি অপরূপ দৃশ্য ফুটে,
আমার বাংলাদেশে।
খালে বিলে শাপলা ফুটে,
ফুটে পদ্ম ফুল।
কি অপরূপ সৌন্দর্য্যে জাগে,
আমার বাংলাদেশে।
ছায়া ঘেরা, পাখি ডাকা,
পাহাড় ঘেরা, নদী ঘেরা দেশ।
কি অপরূপ দেখতে লাগে,
আমার বাংলাদেশে।
নিজ বাসা: বড়খাতা, হাতীবান্ধা, লালমনিরহাট।