বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
উদাস দুপুর

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০১:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

উদাস দুপুর
গোলাপ মাহমুদ সৌরভ
আজ কোলাহল মুক্ত উদাস দুপুর
থমথমে পরিবেশ নিস্তব্ধ আকাশ,
চারদিকে ঝলমলে সূর্যের আলো
গাছের ছায়ায় যেন নির্মল বাতাস।
মাঠে নেই কৃষকের কর্ম ব্যস্ততা
পাখি হীন আকাশ নীরব শূন্যতা,
রাস্তায় নেই প্রতীকের চলাচল
অবিরাম বয়ে চলে ঝর্ণার ঢল।