বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করলেন পৌর মেয়র!

- আপডেট সময় : ০৯:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৭০২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বেলকুচি পৌরসভার অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়ার সভাপতিত্বে শহীদ মিনার উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাবেক পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিক, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, অত্র স্কুলের শিক্ষকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।