পাইকগাছার দেলুটিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অনিল কুমার মল্লিক সুকৃতি মোহন সরকার, পিযুষ কান্তি সরকার, সুকান্তি সরকার, সুশান্ত রায়, সুভাষ মন্ডল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, রিংকু রায়, পবিত্র সরদার, লক্ষ্মী রানী সরকার, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, হিসাব সহকারি বুলবুল আহম্মেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, কবরী মন্ডল, যুবলীগ নেতা দিবাশীষ মল্লিক, প্রকাশ হালদার শ্রীকৃষ্ণরপ্তান নিতীশ রায়, প্রতুল সরদার, বিভূতি সরকার, অতনু মন্ডল, স্মৃতিশ রায়, উজ্জ্বল গাইন, আলমগীর মোড়ল, নিতীশ সরদার, গৌরাঙ্গ বাওয়ালী, প্রসেনজিত মন্ডল মিঠু, কল্পনা মন্ডল, অনিতা বৈরাগী, নিলীমা মল্লিক, শ্রাবন্তী সরকার, কনিকা সরকার, শুল্কা মজুমদার, রেখা রায়, সুষমা বিশ্বাস মাফুজা বেগম, রেড ক্রিসেন্ট সিও প্রতিমা ঢালী, সুচিত্রা বিশ্বাস, অনামিকা সরকার, মিতালী রায়, গ্রাম পুলিশবৃন্দ সহ প্রমুখ।
দেলুটি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছর সম্ভাব্য বাজেট মোট রাজস্ব আয়= ১৭৩০৫৭৫/-মোট রাজস্ব ব্যয় = ১৭৩০৫৭৫/- উন্নয়ন আয় = ৩৮২৭৮১৩৯/- উন্নয়ন ব্যয় = ৩৮২৭৮১৩৯/-
সম্ভাব্য সর্বমোট আয়= ৪০০০৮৭১৪/- (চার কোটি আট হাজার সাতশত চৌদ্দ টাকা মাত্র) সম্ভাব্য সর্বমোট ব্যয়= ৪০০০৮৭১৪/- (চার কোটি আট হাজার সাতশত চৌদ্দ টাকা মাত্র।