বার্মিজ চাকুসহ ও পরোয়ানা থাকা ৭ আসামিকে আটক করেছে বগুড়া সারিয়াকান্দি থানার পুলিশ।
বৃহস্পতিবার (১২ই জানুয়ারী) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত দীঘলকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে বেলাল হোসেন (২৩)।
গ্রেফতারপূর্বক অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।একই সাথে অভিযান পরিচালনাকালে গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-কুপতলা পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াছিনের ছেলে মোঃসিরাজুল ইসলাম প্রামানিক, চরছনপচা গুচ্ছগ্রামের মৃত জামাল প্রাং এর ছেলে মোঃ শাহাদৎ হোসেন (২২), বড়ইকান্দি গ্রামের মৃত কাসেম আলী ফকিরের ছেলে মোঃ আব্দুল হামিদ ফকির (৩৭), হাটফুলবাড়ী বাজারে নরেন তরনী দাসের স্ত্রী শ্রী দিপ্তী রানী এবং হাটফুলবাড়ীর-শ্রী নরেন তরনী দাসের ছেলে শ্রী চয়ন ওরফে লেদু।
এছাড়াও হিন্দুকান্দি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ পিয়ার উদ্দিন (৩০) কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।
সর্বমোট ০৭ জন আসামীকে পুলিশ স্কটের মাধমে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।আর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।